• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চলচ্চিত্র নারীর ক্ষমতায়নের একটি বড় জায়গা : খালিদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ১২:২৪ পিএম
চলচ্চিত্র নারীর ক্ষমতায়নের একটি বড় জায়গা : খালিদ

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, চলচ্চিত্র নারীর ক্ষমতায়নের একটি বড় জায়গা। যার মাধ্যমে আমাদের সংস্কৃতি বহির্বিশ্বে উপস্থাপনের বড় সুযোগ পাবে।

রোববার (১৬ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে অনুষ্ঠিত ‘অষ্টম উইমেন ফিল্ম মেকারস কনফারেন্সে’ তিনি এ কথা বলেন।

কে এম খালিদ বলেন, “প্রতিবছর এই অনুষ্ঠানে মাধ্যমে আমাদের সংস্কৃতির ধারা ধরে রাখা, পাশাপাশি আমাদের সংস্কৃতি বহির্বিশ্বে তুলে ধরার বড় মাধ্যম। আমি রেইনবো চলচ্চিত্র সংসদকে ধন্যবাদ জানাবো। কারণ তাদের এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি হয়। পাশাপাশি দেশের বাইরের অনেক পরিচালক ও অভিনেতা আসেন, যার ফলে এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতির জন্য অনেক আনন্দের।“

অষ্টম উইমেন ফ্ল্মি মেকারস কনফারেন্সে বাংলাদেশসহ তুরস্কের বেশ কয়েকটি সিনেমা প্রদর্শন করা হয়।

উৎসবের প্রধান প্রোগ্রামার ইরানি নির্মাতা ও চলচ্চিত্র সংগঠক জোহরে জামানি বলেন, “এ বছর উৎসবটি জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হচ্ছে। ইরান থেকেই ৩৪টি ফিল্ম দেখানো হবে। আশা করি সবাই এ উৎসব উপভোগ করবেন। করোনায় অনেক কিছু বদলে গেছে। চলচ্চিত্রের মাধ্যমে নতুন কোনো মিরাকল ঘটবে বলে বিশ্বাস করি।”

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সভাপতি অধ্যাপক কিশোয়ার কামাল বলেন, “ঢাকা চলচ্চিত্র উৎসবে সারা বিশ্বের আলোচিত সিনেমাগুলো প্রদর্শিত হয়। দর্শক যে ধরনের সিনেমা পছন্দ করেন তারা ঠিক সে ধরনের সিনেমা এখানে দেখতে পারবেন।”

এবারের উৎসবে ১০টি ক্যাটাগরিতে বাংলাদেশসহ ৭০টি দেশের ২২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার সেকশনে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

করোনার কারণে আয়োজক কমিটির পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। যাদের করোনা ভ্যাকসিনের দুইটি ডোজ নেওয়া আছে, একমাত্র তারাই সার্টিফিকেট দেখিয়ে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন। ছাত্র ছাত্রীরা নির্ধারিত ভেন্যুতে আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। এবার অনলাইনে রেইনবো চলচ্চিত্র উৎসবের চলচ্চিত্রগুলো দেখা যাবে।

Link copied!