আসছে ১৭ মে থেকে বসবে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসর। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। প্রতিবছর ফ্রান্সের নদীতীরবর্তী শহর কানে এই উৎসব অনুষ্ঠিত হয়।
এই মর্যাদাপূর্ণ উৎসবে মুক্তি পেতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘মুজিব’ সিনেমার টিজার।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘মুজিব’ সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল। মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে তিনি বলেন,‘‘কানের পরিবেশকেরা এই সিনেমার প্রতি আগ্রহী হবেন বলে আশা করছি আমরা। কারণ, এটি বিশ্বের বৃহত্তম বাজার; যেখানে অন্য যেকোনো উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন।’’
নির্মাতা শ্যাম বেনেগাল আরও জানান, বর্তমানে সিনেমার ভিএফএক্সের কাজ চলছে। উৎসবের আগেই সেটা সম্পন্ন হয়ে যাবে।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ প্রকাশ করা হয় ‘মুজিব’ সিনেমার নাম ও পোস্টার। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ভিত্তি করে পোস্টারটি বানানো হয়। ‘মুজিব’ সিনেমার ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘একটি জাতির রূপকার’।
‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ।
এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।