• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

এফডিসির এমডি হওয়ার যোগ্য নই: আলমগীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৭:০১ পিএম
এফডিসির এমডি হওয়ার যোগ্য নই: আলমগীর

“এফডিসিতে এমডি হওয়ার ইচ্ছা নেই। এমডি হলে আরও ৫-৭ বছর আগেই হতে পারতাম,” বলেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আলমগীর। তিনি বলেন, “আমি এফডিসির এমডি হওয়ার যোগ্যতা রাখি না, নিজেকে যোগ্য মনে করি না।”

সোমবার (৩১ জানুয়ারি)  এফডিসিতে এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠনের মুখপাত্র হয়ে এসব কথা বললেন আলমগীর। এফডিসিকে নিজের ঘর উল্লেখ করে আলমগীর বলেন, “এফডিসি আমাদের বাড়ি, কিন্তু সমিতির নির্বাচনের জন্য এখানে আসা নিষেধ করে দেওয়া হলো। একজন সেক্রেটারিকে ফোন দিলাম, ফোন ধরা বন্ধ করে দিল। আমার ৫০ বছরের চলচ্চিত্রের ইতিহাসে এফডিসিতে কলাকৌশলীদের ঢুকতে না দেওয়া  দুঃখজনক। এর থেকে লজ্জার ঘটনা আর নেই।”

এফডিসির এমডির পদত্যাগ না অপসারণ চাই জানিয়ে আলমগীর বলেন, “আমাদের মূল দাবি এফডিসির এমডির পদত্যাগ না, অপসারণ! একজন সরকারি আমলাকে পদত্যাগ করতে বাধ্য করা যায় না।”

তিনি আরও বলেন, “তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে কথা বলেছি। আমাদের প্রতি তাদের একটা দুর্বলতা আছে। শিল্প-সংস্কৃতি জন্য দুর্বলতা আছে। আমরা আশা করি তারা পদক্ষেপ নেবেন। আমরা তাদের সঙ্গে দেখা করব। আগামীকালই দেখা করব। আমরা শান্তিপূর্ণভাবে কাজ করব। চলচ্চিত্র ১৭  সংগঠনের মূল দাবি এফডিসি এমডির অপসারণ।”

Link copied!