• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

এপ্রিলে বিয়ের পিড়িতে বসছেন রণবীর-আলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৭:৫৩ পিএম
এপ্রিলে বিয়ের পিড়িতে বসছেন রণবীর-আলিয়া

বলিউডের চর্চিত যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই তারকাযুগলের ভক্তরা দুজনকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিয়ের গুঞ্জন শোনা গেলেও করোনায় তা পিছিয়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে আসছে এপ্রিলে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন রণবীর-আলিয়া। সে অনুযায়ী কাপুর ও ভাট পরিবারে জোরেশোরে প্রস্তুতিও শুরু হয়েছে।

ভাট পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছে, রণবীর-আলিয়া রাজস্থানের রণথম্বোরেই সাতপাকে বাঁধা পড়বেন। কারণ, তারা দুজন সেখানেই সবচেয়ে বেশি ছুটি কাটিয়েছেন এবং জায়গাটি তাদের খুবই পছন্দের। 
করোনার মধ্যে খুব জাঁকজঁমকভাবে বিয়ের আয়োজন করছে না কাপুর-ভাট পরিবার। ছোট আয়োজনেই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর-আলিয়া। বিশেষ সেই মুহূর্তে সেখানে শুধুমাত্র বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। পরিবারের বয়স্ক লোকদের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি।
ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর ২০১৮ সাল থেকে রণবীর-আলিয়া ভাটের সম্পর্ক। প্রেম নিয়ে প্রথম দিকে লুকোছাপা থাকলেও রণবীর এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন তার সঙ্গে আলিয়ার গভীর সম্পর্ক নিয়ে। 

Link copied!