২১তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস)।
আগামী ২২ জানুয়ারি, শনিবার বিকেল ৫টায় রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে চলচ্চিত্র, টিভি এবং সংগীত জগতের গুণী তারকাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।
জানা গেছে, এ বছর বাবিসাস আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ এবং সংগীতাঙ্গনে অনন্য অবদানের জন্য কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। এছাড়া বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যান, মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান, বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।
এবারের বাবিসাস অ্যাওয়ার্ড আয়োজন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক দুলাল খান ও সদস্য সচিব অভি মঈনুদ্দীন।
বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকসহ আরো অনেকে।