বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যদার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার বাংলাদেশ সময় রোববার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয়। জমকালো আয়োজনের এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল তারকাদের হাট।
নিকোল কিডম্যান থেকে শুরু করে জো ক্রাভিটজ, জেসিকা চ্যাস্টেইন বসন্তের জন্য প্যাস্টেল লুক বেছে নিয়েছিলেন। অন্যদিকে, জেন্ডায়া একটি রূপালী স্কার্টে একাডেমি অ্যাওয়ার্ডে ঝলমলে রেড কার্পেটে হেটেছেন।
রেড কার্পেটে অভিনেত্রী নিকোল একটি আকাশী নীল আরমানি প্রাইভ গাউনে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন।
জো ক্রাভিটজ একটি গোলাপী রঙের গাউন বেছে নিয়েছিলেন
জেসিকা একটি আকর্ষণীয় সোনালী গুচি ফ্রক পরে এসেছিলেন অস্কারে
জেন্ডায়াকে একটি সিলভার স্কার্টে রেড কার্পেটে দারুণ লাগছিলো