• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাহিদ হাসান অসুস্থ, শুটিং বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ১২:৫৪ পিএম
জাহিদ হাসান অসুস্থ, শুটিং বন্ধ
অভিনেতা জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। বিভিন্ন চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। নিয়মিত অভিনয় করছেন বিভিন্ন নাটকে ও চলচ্চিত্রে। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন গুণী এই অভিনেতা।

অসুস্থতা প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘‘বেশ কয়েকদিন ধরেই শরীর ভালো নেই। ঠাণ্ডা লেগেছে। কিছুই ভালো লাগছে না। বর্তমানে বাসাতেই আছি। বিশ্রাম নিচ্ছি। শুটিংও করছি না। সুস্থ হওয়ার পর আবার কাজ শুরু করব।’’

জনপ্রিয় এই অভিনেতা আরও জানান, এখন অনেকটা সুস্থ। তবে বিশ্রামে থাকতে হবে আরও কিছুদিন।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও খ্যাতিও রয়েছে জাহিদ হাসানের। কিন্তু নতুন কাজ কিংবা পরিচালনা নিয়ে নতুন কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

Link copied!