• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

মিশ্র প্রতিক্রিয়া দিয়ে করবে কি, তারা কি ভোটার ? জিজ্ঞাসা কাজী হায়াতের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০১:০৭ পিএম
মিশ্র প্রতিক্রিয়া দিয়ে করবে কি, তারা কি ভোটার ? জিজ্ঞাসা কাজী হায়াতের
পরিচালক কাজী হায়াৎ। ছবি: সংগৃহীত

শিল্পী সমিতির নির্বাচন ১৯ এপ্রিল। এদিনে পরিচালকদের এফডিসিতে ঢুকতে না দেওয়া নিয়ে  মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরিচালকরা।  এরইমধ্যো ক্ষোভে ফেটে পড়েছেন চলচ্চিত্র নির্মাতারা। এনিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি বরেণ্য পরিচালক কাজী হায়াৎ বলেছেন, ‘মিশ্র প্রতিক্রিয়া দিয়ে করবে কি, তারা কি ভোটার ? তারা কেন আসবে?’ শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক সমিতিসহ অন্যান্য সমিতির সদস্যদের প্রবেশ না-করার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এভাবেই প্রতিক্রিয়া জানান বরেণ্য এই নির্মাতা।

উল্লেখ্য শিল্পী সমিতির সদস্য ব্যতীত অন্যান্য সমিতির সদস্যবন্দের নির্বাচনের দিন এফডিসিতে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে শিল্পী সমিতির নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।  

বিষয়টি নিয়ে জানতে চাইলে কাজী হায়াৎ বলেন, ‘আমি এখন মিটিংয়ে যাচ্ছি। মিটিংয়ে গিয়ে দেখি তারা কি বলে। আজকে চলচ্চিত্রের সকল সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, র‌্যাব, পুশিলসহ সবার সঙ্গে মিটিং।’

কিন্তু চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যরা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন- বিষয়টি আপনি কীভাবে দেখছেন? এ প্রশ্নের জবাবে কাজী হায়াৎ বলেন, ‘মিশ্র প্রতিক্রিয়া দিয়ে তারা করবে কি? তারা কি ভোটার? জিজ্ঞেস করেন তো তারা ভোটার কি না? তারা কেন আসবে? এক জায়গায় লোক জড়ো হওয়া নিষিদ্ধ অনেক সময়। প্রয়োজনের তাগিদে অনেক সময় নিষিদ্ধ হয়ে যায়।’

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষার্থে এফডিসিতে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট বসানো হবে বলেও জানা যায়।

 

Link copied!