কাজে ফেরা নিয়ে যা বললেন পরীমনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৬:১৯ পিএম
কাজে ফেরা নিয়ে যা বললেন পরীমনি

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। বর্তমানে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন তিনি। অভিনয় থেকে দূরে আছেন। স্বামী-সন্তান আর সংসার নিয়ে তার এখন সকল ব্যস্ততা।

এদিকে পরী ভক্তদের প্রশ্ন, কবে রুপালি পর্দায় ফিরবেন এই লাস্যময়ী নায়িকা। জানা গেছে, এখনই দেখা মিলবে না এই নায়িকার। পরীমনির ভাবনাজুড়ে বর্তমানে রয়েছে একমাত্র পুত্র রাজ্য।

চলতি বছরের ১০ আগস্ট মা হয়েছেন পরীমনি। এর কয়েক মাস আগে থেকেই সবধরনের কাজ থেকে দূরে রয়েছেন তিনি। রাজ্যের বয়স এখন তিনমাস পার হয়েছে। কাজে ফেরা প্রসঙ্গে পরীমনি বলেন, “এখন আমার সব চিন্তাজুড়ে রয়েছে রাজ্য। মা হিসেবে রাজ্যকে আমি ভালোভাবে সময় দিতে চাই। আরেকটু বড় হোক রাজ্য।”

এদিকে মা হওয়ার পর শরীরের পরিবর্তন এসেছে পরীমনির। এ প্রসঙ্গে পরীমনি বলেন, “মা হওয়ার পর আমার শারীরিক পরিবর্তন এসেছে। তাই আমি চাইলেও এখন কাজে ফিরতে পারবো না। আর কয়েক মাস পর জিম শুরু করবো। তারপর তিন থেকে চার মাস জিম করে ফিট হয়ে আবারো কাজে ফেরার ইচ্ছে আছে। আমার বিশ্বাস এই সময় আমাকে পরিচালক ও আমার দর্শকরা আমাকে দেবেন।”

 

Link copied!