দেশের জনপ্রিয় তারকাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা নতুন নয়। গত আগস্ট মাসে ভুয়া ফেসবুক নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন অভিনেত্রী বিপাশা হায়াত। এবার একই ঘটনার কথা জানালেন অভিনেত্রী আফসানা মিমি।
সম্প্রতি আফসানা মিমির নাম ও ছবি দিয়ে কে বা কারা ভুয়া ফেসবুক ব্যবহার করছে। তাঁর সম্পর্কিত বিভিন্ন ছবি-নিউজ শেয়ার দিচ্ছেন। এমনকি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব গড়ার চেষ্টা করছেন। বিষয়টি নজরে আসে আফসানা মিমির।
এই বিষয়ে আফসানা মিমি গণমাধ্যমকে বলেন, ‘এটা ভুয়া। আমি কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি না। কে বা কারা এসব করছে, তা আমি জানি না।’
বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, মিমির নামে চালু হওয়া আইডিটি সম্পূর্ণ মিথ্যা এবং কেউ না কেউ এটিকে ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি করছে।
এর আগে অভিনেত্রী বিপাশা হায়াত, সুমাইয়া শিমু, সাদিয়া জাহান প্রভা, নির্মাতা সালাউদ্দিন লাভলু অভিনেতা মারজুক রাসেলসহ অনেক তারকা নিজেদের নামে ভুয়া আইডি-পেজ নিয়ে ভক্তদের সতর্ক করেছিলেন। এছাড়া বিষয়টির প্রতিকার চেয়ে সালাউদ্দিন লাভলু ও মারজুক রাসেল সাইবার ক্রাইমে ইউনিটে লিখিত অভিযোগও করেছিলেন।


































