• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শুরু হতে যাচ্ছে উদীচীর নৃত্য কর্মশালা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০১:১১ পিএম
শুরু হতে যাচ্ছে উদীচীর নৃত্য কর্মশালা
উদীচীর নৃত্য কর্মশালা। ছবি: সংগৃহীত

প্রযোজনাভিত্তিক নৃত্য কর্মশালার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের আয়োজনে ৮ দিনব্যাপী এই নৃত্য কর্মশালা চলবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন উদীচীর বিশিষ্ট নৃত্যগুরু বেনজির সালাম সুমি। আগামী ৭ অক্টোবর এই কর্মশালা শুরু হয়ে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত  কর্মশালার ক্লাস হবে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদীচীর পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে। কর্মশালার নিবন্ধন ফি ধরা হয়েছে ১ হাজার টাকা। পাশাপাশি অংশগ্রহণকারীদের নিয়ে একটি বিশেষ প্রযোজনার পরিকল্পনাও রয়েছে উদীচীর। কর্মশালার আবেদনপত্র পাওয়া যাবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উদীচীর কেন্দ্রীয় কার্যালয় ১৪/২, তোপখানা রোডে (জাতীয় প্রেসক্লাবের বিপরীতে বিএমএ ভবনের পাশে)।

এ ছাড়া কর্মশালার বিষয়ে বিস্তারিত জানতে ০১৭০৯-৫৩৮৯০৯ অথবা ০১৬৭২৫৩৪৪৯২ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে উদীচী।

Link copied!