• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

ইরানি পরিচালক খুনের ঘটনায় দুই আততায়ী গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ১২:৪০ পিএম
ইরানি পরিচালক খুনের ঘটনায় দুই আততায়ী গ্রেপ্তার
সস্ত্রীক কিংবদন্তী ইরানি নির্মাতা খুন। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে সস্ত্রীক খুন হয়েছেন ইরানের চলচ্চিত্র নির্মাতা দারিয়ুশ মেহরজুই। তেহরান থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে নির্মাতার নিজেই বাড়িতেই এ ঘটনা ঘটে। এবার এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ। দেশটির পুলিশ সদর দপ্তরের বরাতে সংবাদ সংস্থা আইএসএনএ (ISNA) এমন খবর প্রকাশ করেছে।

ঘটনা প্রসঙ্গে ইরান পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অপরাধীর জোরপূর্বক ঢোকার কোনো চিহ্ন মেলেনি, এমনকি বাড়ির দরজারও কোনো ক্ষতি হয়নি। তবে ঘটনাস্থলে অপরাধীর কিছু চিহ্ন পাওয়া গেছে। ইরান পুলিশে সদর দপ্তরের পক্ষ থেকে সংবাদ সংস্থা আইএসএনএ (ISNA)-কে জানানো হয়েছে, ঘটনায় ৪ জনকে চিহ্নিত করা গেছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও আততায়ীদের পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে ইরান সরকারের বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলি জানিয়েছেন নির্মাতা দারিয়ুশ এবং তার স্ত্রী ওয়াহিদেহার গলায় ছুরির আঘাতে মৃত অবস্থায় পাওয়া গেছে। পরিচালকের মেয়ে মোনা মেহেরজুই শনিবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর তেহরানে তার বাবার সঙ্গে দেখা করতে গেলে মৃতদেহগুলো দেখতে পান।

ইরানের সত্তরের দশকের অন্যতম উল্লেখযোগ্য পরিচালক দারিয়ুশ। ইরানের সিনেমাতে বাস্তববাদের অবতারণা করেছিলেন যারা, তাদের মধ্যে দারিয়ুশ অন্যতম। তার জন্য বার বার ঝামেলাতেও পড়তে হয়েছে তাকে। আশির দশকে ইরানে বিপ্লবে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন দারিয়ুশ। ‘লেইলা’, ‘দ্য কাউ’, ‘সনতুরি’-র মতো বিখ্যাত কিছু সিনেমা উপহার দিয়েছেন নির্মাতা দারিয়ুশ মেহরজুই। 

Link copied!