• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

আসছে বলিউড ভাইজানের সিনেমার টিজার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০১:৩৭ পিএম
আসছে বলিউড ভাইজানের সিনেমার টিজার

বলিউড ভাইজান খ্যাত সালমান খান মানেই বড়ো কোনো ধামাকা।  তাকে বড়পর্দায় দেখার জন্য অপেক্ষায় থাকে হাজারো ভক্ত-অনুরাগী। 

বলিউডে এখন চলছে শাহরুখের ‘পাঠন’ ঝড়। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড ভাইজান  দিয়েছেন বিশেষ ঘোষণা। সোমবার (২৩ জানুয়ারি) তিনি জানান ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার টিজার মুক্তির তারিখ।

সালমান খানের আগামী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’র টিজার মুক্তি পাবে ২৫ জানুয়ারি। অনুরাগীদের জন্য এই টিজার নিয়ে বড়পর্দায় আসবেন। এরপর সেই প্রোমো দেখতে পাওয়া যাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

সালমান খান নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, “কিসি কা ভাই কিসি কি জান টিজার এবার দেখুন বড়পর্দায় ২৫ জানুয়ারি।”

এই সিনেমার টিজার দেখতে পাওয়া যাবে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা চলাকালীন। শাহরুখ খানের কামব্যাক সিনেমাকে নিজের আগামী সিনেমার টিজার লঞ্চের জন্য বেছে নিয়েছেন ভাইজান। ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যাবে ভেঙ্কটেশ ডগ্গুবতি, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং, অভিমন্যু সিং, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জসসি গিল, পালক তিওয়ারি ও শেহনাজ গিলকে। এই সিনেমার হাত ধরেই পালক ও শেহনাজের বলিউডে আত্মপ্রকাশ ঘটবে। ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমা আসছে ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।
 

Link copied!