ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কাজের ফাঁকে সময় পেলেই ঘুরে বেড়াতে পছন্দ করেন। এবার স্বামী নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ছুটি কাটাতে নীল জলরাশির দেশ মালদ্বীপে গেছেন। সেখানে বিলাসী অবসরে মজেছেন এই তারকা দম্পতি।
সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন তাদের সেই আনন্দঘন মুহূর্তের কিছু বিশেষ ছবি। ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, মালদ্বীপের রিসোর্টে সুইমিংপুলের নীল জলে ভেসে বেড়াচ্ছে বিশাল এক নাশতার ট্রে। তাতে সাজানো নানা পদের লোভনীয় খাবার।
প্রথাগত ‘ব্রেকফাস্ট ইন বেড’ বা বিছানায় শুয়ে নাশতা করার বিষয়টি যে এখন আর তার কাছে আকর্ষণীয় নয়, সেটিই জানালেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বিছানায় নাশতা... উহ, ওটা বোরিং।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন ‘লাক্সারি ট্রাভেল’, ‘ফ্লোটিং ব্রেকফাস্ট’ ও ‘কাপল মোমেন্টস’।
ভক্তদের নজর কেড়েছে মেহজাবীনের শেয়ার করা ‘কাপল মোমেন্টস’। প্রকাশিত একটি ছবিতে মেহজাবীনকে রাজীবের সঙ্গে ফলের জুস হাতে চিয়ার্স করতে দেখা গেছে। দুজনের চোখে রোদচশমা আর মুখে হাসি বুঝিয়ে দিচ্ছে, বেশ ফুরফুরে মেজাজেই সময় কাটছে তাদের।
ভক্তদের উচ্ছ্বাস ও মন্তব্য প্রিয় তারকা জুটিকে এমন রোমান্টিক মুডে দেখে ভক্তরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। মন্তব্যের ঘরে একজন ভক্ত খাবারের প্রাচুর্য দেখে মজার ছলে লেখেন, ‘সারা বছর ডায়েটিং করার পরে একদিন।’
দুজনের রসায়নে মুগ্ধ হয়ে আরেকজন লেখেন, ‘বাহ অনেক সুন্দর লাগছে দুজনকে।’ মেহজাবীনের সকালের স্নিগ্ধ রূপ দেখে এক ভক্তের মন্তব্য, ‘বাহ! সকাল সকাল মেহু।’
স্বামী-স্ত্রীকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরা ভালোবাসা জানিয়ে লেখেন, ‘বাহ! চমৎকার! আপু ভাইয়া।’ কেউ বা এই জুটিকে উদ্দেশ্য করে লেখেছন, ‘খুব চমৎকার পরিবার আপু।’


































