• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

এবার নিরবের সঙ্গী পরীমনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০২:২৩ পিএম
এবার নিরবের সঙ্গী পরীমনি
নিরব হোসেন-পরীমনি। ছবি: কোলাজ

নতুন বছর শুরুর দিকে নতুন সিনেমার খবর দেন চিত্রনায়ক নিরব হোসেন। জানান, ‘গোলাপ’ সিনেমায় চুক্তবদ্ধ হয়েছেন তিনি। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন এই অভিনেতা। সিনেমাটি নির্মাণ করবেন সামছুল হুদা। তবে এতে নিরবের বিপরীতে কে থাকবে তা জানা যায়নি।

অবশেষে জানা গেল, সিনেমায় নিরবের সঙ্গী হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে। এতে তিনি অভিনয় করবেন রূপা চরিত্রে। শুক্রবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই চিত্রনায়িকা।

পরীমনি বলেন, ‘এটি একটি অ্যাকশান থ্রিলারধর্মী সিনেমা। অনেকদিন ধরেই এই ধরনের গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছে না। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেমও করবে, এমন কী ফাইটও করবে। রূপা চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেজন্য কাজটি করতে রাজি হয়েছি। সিনেমার গল্পে অনেক ধরনের টুইস্ট আছে। আশা করি, ছবিটি সুপারহিট হবে। কারণ এখন দর্শক এ ধরনের সিনেমাই দেখতে ভালোবাসেন।’

নায়ক নিরব বলেন, ‘পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির অত্যন্ত আলোচিত এবং মেধাবী একজন অভিনেত্রী। পর্দায় তার অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তার সঙ্গে কাজ করা হয়নি আমার। এবার সেটা হচ্ছে। আশা করি, আমরা দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে পারব।’

এদিকে, পরী অভিনীত ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ ইতিমধ্যেই আলোচনায় এসেছে। এতে তাকে দেখা গেছে সুপ্তি চরিত্রে। এছাড়া গেল ১৭ জানুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’। যেখানে লাবণ্য চরিত্রে দর্শকদের সামনে এসেছেন পরীমনি। 

Link copied!