• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই রাজধানীতে ‘ওরা ৭ জন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০৫:৫১ পিএম
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই রাজধানীতে ‘ওরা ৭ জন’

আসছে ৩ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘ওরা ৭ জন’। এমনটা আগেই ঘোষণা করেছেন নির্মাতা খিজির হায়াত খান। ‘জাগো’ খ্যাত এই নির্মাতা তার নতুন ছবিটি নিয়ে এবার জানালেন আরও একটি আনন্দ সংবাদ!

প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় দেড় মাস আগেই শুক্রবার (২০ জানুয়ারি) ‘ওরা ৭ জন’ দেখতে পারবেন ঢাকার দর্শক। এদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে ছবিটি দেখতে পারবেন দর্শক।

মূলত চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে নির্বাচিত হয়েছে ‘ওরা ৭ জন’। উৎসবে ‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে ১১টি সিনেমার মধ্যে এটি একটি। নির্মাতা জানান, ৩ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি দেয়া হবে। তার আগে উৎসবের দর্শকদের সামনে সিনেমাটির প্রদর্শনী নিঃসন্দেহে আনন্দদায়ক।

তিনি জানান, শুক্রবারের প্রদর্শনীতে ‘ওরা ৭ জন’ এর কলাকুশলীদের সাথে নিয়ে দেখতে যাবেন। সেই সঙ্গে দর্শকের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নিবেন।

এরইমধ্যে ‘ওরা ৭ জন’ বিনা কর্তনে সেন্সর পেয়েছে। প্রকাশ পেয়েছে ‘মন নৌকাতে’ শিরোনামে একটি গান। মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’- প্রতিপাদ্য নিয়ে গেল শনিবার (১৪ জানুয়ারি) পর্দা উঠে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের! এবারের উৎসবে উদ্বোধনী ছবি ছিলো বাংলাদেশের নির্মাতা ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’।

৯ দিনব্যাপী এই আয়োজনে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র স্থান পেয়েছে। ভেন্যু হিসেবে এবার রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।

এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমায় স্থান করে নিয়েছে পাপ পুণ্য, হাওয়া, দামাল, বিউটি সার্কাস, সাঁতাও, দেশান্তরসহ মোট ৯টি ফিচার সিনেমা।

এ বছর রেট্রোস্পেকটিভ বিভাগে দেখানো হচ্ছে বিশ্ব চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ফরাসি অতর চলচ্চিত্র নির্মাতা ফ্রাসোয়াঁ ত্রুফোর ৪টি চলচ্চিত্র। এরমধ্যে আছে ‘দ্য ফোর হান্ড্রেড ব্লোজ, কনফিডেনশিয়ালি ইওরস, জুলে এ জিম এবং দ্য লাস্ট মেট্রো।

Link copied!