• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ঈদে আসছে যে পাঁচ মুভি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৭, ২০২৩, ০২:১৪ পিএম
ঈদে আসছে যে পাঁচ মুভি

দর্শক-খরায় ভুগছে দেশের চলচ্চিত্রশিল্প। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিনেমা হল। এমন মন্দায় ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হতে পারে এবারের কোরবানির ঈদ। ব্যবসায়িক লাভের আশায় ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির চর্চা অনেক আগে থেকেই। বছরজুড়ে যেসব বড় আয়োজনের সিনেমা নির্মাণ হয়, সেগুলোর বেশির ভাগই দুই ঈদে মুক্তির টার্গেট থাকে। ঈদের আর মাত্র দুই দিন বাকি। এক ডজনের মতো সিনেমা মুক্তির আওয়াজ থাকলেও এবারের ঈদে এখন পর্যন্ত পাঁচটি সিনেমা মুক্তির জন্য চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা গেছে।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সূত্রে জানা গেছে, হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ , রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ও বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ সিনেমা এবারের ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে। এ ছাড়া কিছু ওয়েব সিরিজের দেখা মিলবে ওটিটিতে।

‘প্রিয়তমা’ সিনেমার মুক্তি প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, ‘প্রিয়তমা’ সিনেমায় একেবারে নতুন লুকে দেখা যাবে শাকিব খানকে। অপরিপাটি, অগোছালো লুকের একটি চরিত্র থাকবে। ‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল।

‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সিনেমাটি নিয়ে অভিনেত্রী তমা মির্জা বলেন, “সুড়ঙ্গ’ সিনেমা  ডাবিংয়ের সময় আমি নিজেই অনেকবার দেখেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি বিশ্বাস করি, গল্পটা দর্শকদের কাছে খুব ভালো লাগবে।” এই সিনেমার রিপিটেড দর্শক অনেক  বেশি হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে দীর্ঘ তিন বছর পরে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘ক্যাসিনো’। সিনেমাটির অভিনেতা নিরব বলেন, “দেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোর বিরুদ্ধে সরকারি অভিজানের গল্প উঠে এসেছে ক্যাসিনো সিনেমাতে।” দীর্ঘদিন পরে মুক্তি পেলেও সিনেমা হলে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে বিশ্বাস করেন এই অভিনেতা।

‘প্রহেলিকা’ সিনেমাতে অভিনেত্রী বুবলীর সঙ্গে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে। ‘প্রহেলিকা’ নিয়ে বেশ আশাবাদী সিনেমাটির পরিচালক  চয়নিকা চৌধুরী ।

ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস প্রযোজিত এবারের ঈদে দর্শকদের ‘লাল শাড়ি’ সিনেমা উপহার দিচ্ছেন তিনি। অপু বিশ্বাসের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম অপু-জয় চলচ্চিত্র। অপুর নতুন সিনেমা ‘লাল শাড়ি’ নির্মিত হচ্ছে সরকারি অনুদানে। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমার নায়ক হিসেবে পর্দায় দেখা যাবে সাইমন সাদিককে।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, এবারও ঈদে সারা দেশে বন্ধ থাকা শতাধিক প্রেক্ষাগৃহ চালু হবে। কিন্তু ঈদে একসঙ্গে এত চলচ্চিত্র মুক্তি দেওয়াকে আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে চলচ্চিত্রের প্রবীণ ব্যবসায়ী বলেন, “আমি যখন চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক, তখন ১ হাজার ৪০০ সিনেমা হল ছিল। সর্বোচ্চ সিনেমা মুক্তি পেয়েছিল ১৩টি। সুপার ফ্লপ ছবিটাও ৬০-৭০টি হলে রিলিজ হয়েছিল। ওই সময় তো এখন আর নেই। এ সময়ে সর্বোচ্চ তিন-চারটি ছবি মুক্তি দেওয়াই ভালো।”

বিভিন্ন সূত্রে জানা গেছে, দেশে স্টার সিনেপ্লেক্সের প্রায় ১৯টি স্ক্রিন চালু আছে। চলচ্চিত্র প্রদর্শক সমিতি জানায়, আগে ঈদের সিনেমা নিয়ে হল মালিকদের মধ্যে প্রতিযোগিতা চলত। কে কত টাকায় বুকিং দেবে সেই প্রতিযোগিতা থাকত। কিন্তু সেই চিত্র এখন আর নেই। বর্তমানে দেশে ৭০টির মতো সিঙ্গেল স্ক্রিন চালু আছে। এবার দেখার বিষয়, আসন্ন কোরবানির ঈদে কোন সিনেমা কতটুকু ব্যবসা সফল হতে পারে।

 

 

Link copied!