মারা গেলেন থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা অখিল মিশ্র (৫৮)। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, রক্তচাপজনিত অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরেই ভুগছিলেন অখিল মিশ্র। মঙ্গলবার রান্নাঘরের টুলে উঠে কিছু কাজ করছিলেন তিনি। তখন আচমকা মাথা ঘুরে পড়ে যান অখিল। পড়ে গিয়ে মাথার পিছনে চোট লাগে তার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।
আনন্দবাজার আরও জানিয়েছে, অখিল মিশ্রের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যান্য সূত্রে খবর, রান্নাঘরে দুর্ঘটনার জেরে নয়, বহুতল থেকে পড়ে গিয়ে নাকি মৃত্যু হয়েছে অভিনেতার।
আমির খান অভিনীত থ্রি ইডিয়টস সিনেমায় লাইব্রেরিয়ান চরিত্রের অভিনয় করেছিলেন অখিল মিশ্র। এ ছাড়া ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘মেরে দোস্ত পিকচার আভি বাকি হ্যায়’, ‘ওয়েল ডান আব্বা’, ‘গান্ধী মাই ফাদার’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন তিনি।