• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ভোট দেওয়ার আনন্দই আলাদা: ভাবনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ০১:৩৮ পিএম
ভোট দেওয়ার আনন্দই আলাদা: ভাবনা
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি: ফেসবুক থেকে

ভোট দেওয়ার আনন্দই আলাদা বলে মন্তব্য করেছেন আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। 
তিনি বলেন, ‘আমার কাছে ভোট দেওয়ার আনন্দটাই আলাদা। ছোটবেলায় আব্বু-আম্মুর সঙ্গে ভোট দিতে যেতাম। বেশ উৎসবমুখর পরিবেশ ছিল। যদিও তখন ভোটার ছিলাম না।’

জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘৫ বছর আগে আমি প্রথম ভোটার হই, তখন কাজিনরা মিলে বেশ আনন্দ করে ভোট দিতে গিয়েছিলাম। ঈদের খুশির মতো আনন্দ হয়েছিল। এবারও যাব। আমার কাছে ভোট দেওয়ার আনন্দটাই আলাদা। আমি মনেকরি প্রতিটা ভোটারেরই ভোট দেওয়া উচিত। আমি অবশ্যই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেব।’

ভাবনা বসবাস করেন রাজধানীর ধানমন্ডিতে। ঢাকা-১০ আসনের ভোটার তিনি। আর এই আসনে নির্বাচন করছেন তারই সহকর্মী জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। ভাবনার প্রত্যাশা নির্বাচন সুন্দর হোক। সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিক। বিপুল ভোটে ফেরদৌস ভাই বিজয়ী হোক।

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!