• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

‘দর্শক হলিউডের ছবি রেখে বাংলা সিনেমা দেখছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০১:০২ পিএম
‘দর্শক হলিউডের ছবি রেখে বাংলা সিনেমা দেখছে’

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের সাড়া জাগানো নায়ক রিয়াজ। অভিনয়ের মাধ্যমে পেয়েছেন জনপ্রিয়তা।

শনিবার (১৪ জানুয়ারি) নরসিংদীর মাধবদীর একটি রিসোর্টে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনের আয়োজন করা হয়।

সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চিত্রনায়ক রিয়াজ বলেন, “আমাদের এখানে অনেক গুণী শিল্পী এসেছেন, ছোট-বড়রা এসেছেন। আমরা সবাই মিলে আনন্দ করছি। এটা আমাদের অনেক বড় সাকসেসফুল একটা অ্যারেঞ্জমেন্ট।”

বাংলা সিনেমায় সুদিন ফিরেছে। এ প্রসঙ্গে নায়ক আরও বলেন, “গত বছর আমাদের বেশ কিছু সিনেমা ভালো গেছে। লোকজন হলিউডের ছবি রেখে আমাদের ছবি দেখেছে, লাইন দিয়ে বাংলা ছবি দেখছে। আমি সেসব শিল্পীদের, পরিচালকদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এ রকম ইন্ডাস্ট্রি, এ রকম হাউজফুল দেখতে চাই।”

Link copied!