• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

যে কারণে প্রশংসায় ভাসছেন রানি মুখার্জি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০১:৩৯ পিএম
যে কারণে প্রশংসায় ভাসছেন রানি মুখার্জি
বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ছবি: সংগৃহীত

অনেক তারকা আছেন যারা আলোকচিত্রীদের দেখলে খুব একটা ভালো ব্যবহার করেন না। প্রায়ই মেজাজ হারিয়ে বাজে ব্যবহারও করেন। তবে, সেখানে ব্যতিক্রম বলিউড অভিনেত্রী রানি মুখার্জি।

সম্প্রতি এক পার্টিতে রানি মুখার্জির ছবি তুলতে গিয়ে ব্যথা পান এক ফটো সাংবাদিক। সেই ঘটনা নজরে আসতেই দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেত্রী। আহত ক্যামেরাম্যানের জন্য নিজের গাড়ি পাঠিয়ে দেন তিনি। রানী মুখার্জির এমন মানবিক আচরণে মুগ্ধ সাংবাদিকসহ অনেকেই। নেটদুনিয়াতেও প্রশংসায় ভাসছেন এ অভিনেত্রী।

আহত সেই সাংবাদিক সামাজিক মাধ্যমে জানান, গাড়িতে বসা রানীর কিছু ছবি তুলতে গিয়ে এক সহকর্মীর ধাক্কায় আহত হন তিনি। তখন রানী চালককে গাড়ি থামাতে বলেন। সেই ফটো সাংবাদিকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। একটি গাড়িতে করে তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য পাঠান।

শুধু রানি মুখার্জি নয়, এই ঘটনা মনে করিয়ে দেয় শাহরুখ খানের কথাও। বছর খানেক আগে কিং খানও এরকমভাবেই নিজের গাড়ি দিয়ে দিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য।

সবশেষ ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ সিনেমায় রানির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এছাড়াও গুঞ্জন রয়েছে, তার অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি  ‘মার্দানি ৩’ নিয়ে আসছেন বলিউডের এই অভিনেত্রী। 

Link copied!