• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টেইলর সুইফট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ১১:৩০ এএম
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টেইলর সুইফট
মার্কিন পপ তারকা টেইলর সুইফট। ছবি সংগৃহীত

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মার্কিন পপ গায়িকা টেইলর সুইফট। অনেক দিন ধরেই ফুটবলার ট্র্যাভিস কেলসের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তার।

গলমাধ্যমে একাধিক সাক্ষাৎকারে নিজেদের প্রেমের বিষয়ে কথাও বলেছেন তারা। এমনকি নানা সময়ে তাদের একান্ত সময় কাটানোর মুহূর্ত  সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে।

এরপর থেকেই  বিয়ের গুঞ্জনের পাশাপাশি গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তারা। কিন্তু এবার বিশ্বস্তসূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টেইলর-ট্র্যাভিস।

গণমাধ্যমগুলো দাবি করেছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন। সূত্র জানিয়েছে, শিগগিরই বাগদান হচ্ছে টেইলর-ট্র্যাভিসের। যদিও টেইলর ভক্তরা মনে করছেন, এরইমধ্যে বাগদান সেরেছেন তারা।

এছাড়া একটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে একজন প্রধান নির্বাহীর স্ত্রী এই তারকা দম্পতির বাগদান সম্পর্কে কথা বলেছেন। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত একটি কনসার্টে টেইলরের পোশাক এবং আচার-আচরণে বাগদানের বিষয়টি প্রমাণিত হয়েছে।

যদিও এই গুঞ্জন এবং সংবাদের বিষয়ে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

Link copied!