সুশান্ত সিং রাজপুতের জন্মদিন আজ

আজ মহাকাশে দেখা যাবে ‘সুশান্ত মুন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ১২:৫১ পিএম
আজ মহাকাশে দেখা যাবে ‘সুশান্ত মুন’

বিহারের পাটনায় ১৯৮৬ সালের ২১ জানুয়ারি জন্ম হয় এক তরুণের। আর দশটা সাধারণ মানুষের মতোই ছেলেবেলা কেটেছে তার। দারুণ মেধবী এ তরুণ ইন্ডিয়ান স্কুল অব মাইনসসহ মোট ১১টি ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় সফল হন। হতেই পারতেন মেধাবী, উচ্চপদস্থ চাকুরে। কিন্তু তার পরিবর্তে বেছে নিয়েছিলেন রুপালি দুনিয়াকেই।

পর্দায় সেই জ্বলে ওঠা তরুণের নাম সুশান্ত সিং রাজপুত। অভিনয় ও নাচের প্রতি ভীষণ ভালো লাগা থেকেই থিয়েটার, তারপর ছোট পর্দায় আসেন সুসান্ত। ২০০৮ সালে মেগা সিরিয়াল ‘কিস দেশ মেঁ হ্যায় মেরা দিল’-এ জনপ্রিয় হয় সুশান্তের অভিনয়। এরপর ‘পবিত্র রিস্তা’ সিরিয়ালেও তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।

২০১৩ সালে অভিষেক কাপুরের পরিচালনায় ‘কাই পো চে’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন সুশান্ত। তারপর একে এক প্রশংসীত সব সিনেমা উপহার দিয়েছেন তিনি। সুশান্তের ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য ছবিগুলো ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ ‘রাবতা’, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কেদারনাথ’, ‘সোনচিড়িয়া’ এবং ‘ছিছোড়ে’।

অভিনয় ছাড়াও মহাকাশ নিয়ে ব্যাপক উৎসাহ ছিল সুশান্ত সিং রাজপুতের। সুযোগ পেলেই টেলিস্কোপে চোখ লাগিয়ে মহাকাশ পর্যবেক্ষণ করতেন তিনি। বিশ্বব্রহ্মাণ্ডের অজানা সব কাহিনি জানার আগ্রহ ছিল প্রবল। তাই সুশান্তের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বড় উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

২১ জানুয়ারি মহাজগতে সংঘটিত হবে লুনা। অর্থাৎ এই দিন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। তাই এ বছর প্রয়াত এ বলিউড স্টারকে উৎসর্গ করা হচ্ছে দিনটি। যার নাম দেওয়া হয়েছে ‘সুশান্ত মুন’ হিসেবে।

২০২০ সালের ১৪ জুন হঠাৎ নিভে যাওয়া এই তারা আবারও পৃথিবীর খুব কাছে চলে আসবে। প্রিয় অভিনেতার স্মৃতিতে তাই আরও একবার উদ্বেলিত হবে তার ভক্ত হৃদয়।

Link copied!