• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

গাইতে গাইতে গায়কের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ১০:২৯ এএম
গাইতে গাইতে গায়কের মৃত্যু
গায়ক ফ্যাটম্যান স্কুপ। ছবি: সংগৃহীত

গাইতে গাইতে মৃত্যু হলো জনপ্রিয় এক মার্কিন গায়কের। তিনি র‌্যাপ গান করতেন। তার নাম ফ্যাটম্যান স্কুপ। শুক্রবার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের অনুষ্ঠানে পারফর্ম করার সময় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন গায়কের এক প্রতিনিধি।

জানা গেছে, ফ্যাটম্যান স্কুপ হামডেন শহরের টাউন সেন্টার পার্কে গাওয়ার সময় মঞ্চে পড়ে যান। শহরের মেয়র লরেন গ্যারেট ফেসবুকে একটি পোস্টে বলেছেন, র‌্যাপারকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

স্কুপ ছিলেন সংগীতজগতের একজন প্রিয় ব্যক্তিত্ব, যার কাজ সারা বিশ্বে অগণিত ভক্তরা পছন্দ করেছিলেন,‘এজেন্সির বিবৃতিতে র‌্যাপার সম্পর্কে এভাবেই শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে, স্কুপের পরিবার বলেছে, ‘ফ্যাটম্যান স্কুপ ছিলেন এমন এক উজ্জ্বল আত্মা, যিনি মঞ্চে ও জীবনে আলোর বাতিঘর হয়ে আলো ছড়িয়েছেন।’

জনপ্রিয় এই গায়কের পরিবার থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, “ফ্যাটম্যান স্কুপ শুধু একজন বিশ্বমানের পারফরমার ছিলেন না, তিনি ছিলেন একজন বাবা, ভাই, চাচা ও একজন বন্ধু।”

স্কুপের আসল নাম আইজ্যাক ফ্রিম্যান তৃতীয়। তিনি নব্বইয়ের দশকে নিউইয়র্ক সিটির হিপ হপ গানের জগতে প্রভাবশালী ব্যক্তিত্ব। মিসি এলিয়টের গ্র্যামি পুরস্কারজয়ী ‘লুজ কন্ট্রোল’ ও মারিয়া কেরির ‘ইট’স লাইক দ্যাট’-এর জন্ম তিনি বেশি পরিচিত।

গায়কের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী ও তার ভক্ত-অনুসারীরা।
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!