• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকায় এসে ঝামেলায় পড়লেন কলকাতার গায়িকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ১০:৫৭ এএম
ঢাকায় এসে ঝামেলায় পড়লেন কলকাতার গায়িকা
কলকাতার গায়িকা ইমন চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ওপার বাংলা থেকে জনপ্রিয় অনেক সংগীতশিল্পী বাংলাদেশে আসেন আবার গান গেয়ে ভক্তদের ভালোবাসা নিয়ে মুগ্ধতায় ফিরে যান। তবে হঠাৎ করে ঢাকায় এসে বিপাকে পড়েছেন কলকাতার গায়িকা ইমন চক্রবর্তী। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে চাইলেন সাহায্যও।

এক ফেসবুক পোস্টে ইমন চক্রবর্তী লিখেছেন, ‘ঢাকায় আছি কিন্তু হটস্টার চলছে না...আমি কী করে বিশ্বকাপ দেখব? সাজেশন দাও।’

ইমন চক্রবর্তীর ফেসবুক পোস্ট

এদিকে ইমনের সেই পোস্টেও অনেকেই মন্তব্য করে গায়িকাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। কেউ টিভিতে খেলা দেখতে বলেছেন, কেউবা বাংলাদেশি কিছু অ্যাপ নামিয়ে ইনস্টল করে ব্যবহার করতে বলেছেন। সেই সঙ্গে গায়িকাকে দুশ্চিন্তা না করারও পরামর্শ দিয়েছেন ভক্তরা।

এদিকে রোববার (১৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে ভারত। এমন ম্যাচ কীভাবে দেখবে, তা নিয়ে মজার ছলে ফেসবুকে পোস্ট করেছেন এই গায়িকা, যা বেশ ভালোভাবেই নিয়েছে নেটিজেনরা।

Link copied!