• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ছয় ভাষায় শাকিব খানের সিনেমা ‘দরদ’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০৫:৪০ পিএম
ছয় ভাষায় শাকিব খানের  সিনেমা ‘দরদ’
শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান মানেই ভিন্নকিছু নিয়ে আসা। সেই ধারাবাহিকতায় প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমা করতে যাচ্ছেন শাকিব খান। রবিবার (৮ অক্টোবর) রাতে নায়কের গুলশানের অফিসে ‘দরদ’ সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হন নায়ক। এসময় বিষয়টি নিশ্চিত করেন পরিচালক অনন্য মামুন।

অনন্য মামুন জানান, আগামী বছরের ২ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে। এই নির্মাতা আরও বলেন, ‘‘দরদ-এর শুটিং শুরু হবে ২০ অক্টোবর। নভেম্বরে শুটিং শেষ হবে। ৬টি ভাষায় ২৪টি দেশে একসঙ্গে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।’’

‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান। এতে আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, রাহুল দেব, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।  

Link copied!