• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

রাত ২টায় ভক্তের সঙ্গে দেখা করলেন শাহরুখ


তপন বকসি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০৫:১৮ পিএম
রাত ২টায় ভক্তের সঙ্গে দেখা করলেন শাহরুখ

একথা অস্বীকার করার কোনো উপায় নেই ভারত এবং ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীতে শাহরুখ খানের অগণিত ভক্ত বা অনুরাগী রয়েছেন। চার বছরের কিছু বেশি সময় পরে শাহরুখ খানের আবার বড় পর্দায় ফিরে আসার সময় যত এগিয়ে আসছে, শাহরুখের অনুরাগীদের রোমাঞ্চকর  উত্তেজনার পারদ তত বেড়ে চলেছে। ‘পাঠান’ নিয়ে সাধারণ মানুষের কৌতুহলকে ছাপিয়ে খুব স্বাভাবিক ভাবেই বেড়ে উঠেছে শাহরুখ অনুরাগীদের উৎসাহ এবং কৌতুহল।

সামনে ২৫ জানুয়ারি পাঠানের রিলিজের দিন ঠিক হয়েছে। কিন্তু শাহরুখ অনুরাগীদের ধৈর্য এখনই বাঁধভাঙ্গা হয়ে উঠেছে। মাত্র দু তিনদিন আগেই ‍‍`পাঠান‍‍`-এর অফিশিয়াল ট্রেলারের উদ্বোধন হয়েছে। আর তারপর থেকেই পাঠান-কে ঘিরে উত্তেজনা আরও বেড়ে চলেছে।

বেশ কয়েক বছর হল শাহরুখ নিজের অনুরাগীদের জন্য নিজের ইনস্টাগ্রাম এবং টুইটারে অনুরাগীদের সঙ্গে সরাসরি কথা বলে আসছেন। তাদের যাবতীয় কৌতূহল ও প্রশ্নের উত্তর দিয়ে আসছেন। অনুরাগীদের করা প্রশ্নের উত্তরে রসিক শাহরুখ খানের প্রমাণ শাহরুখের টুইটার ও ইনস্টাগ্রামে  পাওয়া যায় মাঝে মাঝে। শাহরুখ কখনও তার অনুরাগীদের বাস্তবোচিত পরামর্শ দেন। কখনও নিজেদের জীবন সম্পর্কে সতর্ক হতে বলেন। আবার কখনো মন খুলে রসিকতা করেন তাদের সঙ্গে।  

পাঠান ছবির অফিশিয়াল ট্রেলার লঞ্চ হওয়ার পর এক অত্যুৎসাহী শাহরুখ অনুরাগী যতীন গুপ্ত তার নিজের টুইটার হ্যান্ডেলে সম্প্রতি শেয়ার করেছেন একটি বিশেষ ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে অনুরাগী যতীন গুপ্ত তার আইডল শাহরুখ খানের গালে এঁকে দিচ্ছেন ভালোবাসা এবং শ্রদ্ধা মিশ্রিত চুম্বন। এবং যে সময়ে যতীন তার আইডল শাহরুখকে দেখা করে এই চুম্বন এঁকে দিয়েছেন তার গালে, সেই সময় হল রাত ২টা।

একান্ত শাহরুখ অনুরাগী যতীন তার নিজের টুইটারে লিখেছেন, “আমাদের সঙ্গে দেখা করতে  আপনার@iamsrk সময় বার করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ...রাত ২ টা...অন্য কোনো সুপারস্টার তাদের অনুরাগীদের জন্য এমনটা করেননি....আপনি করলেন...রুমের ভেতরে আমাদেরকে ডেকে আমাদের পূর্ণ  শ্রদ্ধা..ভালোবাসা...এবং  মনোনিবেশ দেখালেন...আপনার দেওয়া আশীর্বাদের জন্য আপনাকে ধন্যবাদ...এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য আমরা অত্যন্ত  দুঃখিত...আমরা আপনাকে ভালোবাসি... ”

শাহরুখ অনুরাগী যতীন গুপ্তর প্রকাশ করা টুইটারের ছবিতে দেখা যাচ্ছে, ব্ল্যাক টি শার্ট ও ব্ল্যাক সানগ্লাস, এলোমেলো চুলে  ঝকমকে, সপ্রতিভ শাহরুখ বুকে টেনে নিয়েছেন যতীন গুপ্ত সহ আরও তিন অনুরাগীকে। অনুরাগী যতীন শাহরুখের গালে এঁকে  দিচ্ছেন শ্রদ্ধা ও ভালোবাসা মিশ্রিত গাঢ় চুম্বন। ওই টুইটারে দেখা ওই যাচ্ছে অনুরাগীরা শাহরুখ খানের হোটেলের বাইরে পাঠান ছবির পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে। তাদের হাতে থাকা ‍‍`পাঠান‍‍` ছবির ওই পোস্টারের ওপর শাহরুখ খানের লিখে দেওয়া মেসেজও দেখা যাচ্ছে।

Link copied!