• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

এবার মদের ব্যবসা শুরু করছেন শাহরুখ-পুত্র!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৪:৫০ পিএম
এবার মদের ব্যবসা শুরু করছেন শাহরুখ-পুত্র!

সম্প্রতি ঘোষণা এসেছিল অভিনয়ে নয় বরং বলিউডে পরিচালনায় অভিষেক করতে যাচ্ছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। আর এবার জানা গেল ফিল্মে ক্যারিয়ার গড়ার পাশাপাশি নতুন ব্যবসাও শুরু করতে যাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করছেন আরিয়ান। অর্থাৎ, ব্যবসায়ও হাতেখড়ি হচ্ছে তার। অংশীদারদের সঙ্গে হাত মিলিয়ে ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম মদ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তি সেরেছেন।

মিন্টের এক রিপোর্ট থেকে জানা গেছে, আরিয়ান এবং তার দুই অংশীদার বান্টি সিং এবং লেটি ব্লাগোয়েভা একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করেছেন। মার্কেটে নিজেদের ব্র্যান্ড প্রসারিত করার পরিকল্পনা রয়েছে তাদের।  

এর জন্য, তারা স্ল্যাব ভেঞ্চার্স নামে একটি কোম্পানি চালু করেছেন, যেটি বিতরণ এবং বিপণনের উদ্দেশ্যে বিশ্বের বৃহত্তম মদ প্রস্তুতকারী Anheuser-Busch InBev (AB InBev)-এর স্থানীয় ব্যবসার সঙ্গে হাত মিলিয়ে অংশীদারিত্ব করবেন।

নিজের নতুন ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে আরিয়ান বলেছেন, “বর্তমানে এ ক্ষেত্রে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। আর সেটাই আমাদের সুযোগ। ব্যবসা মানেই নতুন সব সুযোগের খোঁজ।”

রিপোর্ট অনুযায়ী, স্ল্যাব ভেঞ্চার্স ভারতের বিত্তশালী এবং আর্থিক ভাবে স্বচ্ছল উপভোক্তাদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে ব্র্যান্ড। সঙ্গে আরও বৈচিত্র্য আনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে অ্যালকোহলযুক্ত এবং নন-অ্যালকোহলযুক্ত পানীয়, পোশাক এবং আনুষাঙ্গিক জিনিসপত্র রয়েছে।

 

Link copied!