• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬

দীপিকার কন্যাকে দেখতে মধ্যরাতে হাসপাতালে শাহরুখ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১১:২০ এএম
দীপিকার কন্যাকে দেখতে মধ্যরাতে হাসপাতালে শাহরুখ খান
দীপিকার বুকে মেয়ে, শাহরুখ খান। ছবি: কোলাজ

বলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের গভীর বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রির সবাই জানেন ৷ এসআরকে-র হাত ধরেই সিলভার স্ক্রিনে জার্নি শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন ৷ তার প্রথম ছবি ‍‍‘ওম শান্তি ওম‍‍’ বক্স অফিসে সুপারহিট। সেই থেকে এই জুটি যতবার পর্দায় এসেছেন দর্শকদের নিরাশ করেননি ৷ বন্ধুজীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ৷ ৪ সেপ্টেম্বর রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। নবজাতককে দেখতে মধ্যরাতেই হাসপাতালে পৌঁছলেন কিং খান ৷

বৃহস্পতিবার রাতে বাদশাকে দেখা যায় এইচএন রিলায়েন্স হাসপাতালে৷ সেখানেই দীপিকা, প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ৷ জানা গিয়ে দীপিকার ছোট্ট সোনামনির সঙ্গে হাসপাতালে বেশ কিছুক্ষণ সময় কাটান শাহরুখ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে বাদশা এদিন হাসপাতালে পৌছান ৷ শাহরুখের আগে দীপিকা ও সদ্যজাত শিশুকে দেখে গিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি ৷

কন্যাসন্তানের আগমনে খুশির হাওয়া দীপবীরের জীবনে ৷ সন্তান জন্মের আগে মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বলিউডের স্টার কাপল ৷ সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়েই গণেশ চতুর্থীর দিন হাসপাতালে ভর্তি হন দীপিকা ৷ এর আগে রণবীর ও দীপিকা তাঁদের মেটারনিটি ফটোশুটের ছবি শেয়ার করে তাক লাগান অনুরাগীদের৷ চলতি বছর ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন দীপিকা ৷

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ ছবির শুটিং থেকে শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। এর পরে ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ২০১৮-র ১৪ নভেম্বর ‘লেক কোমো’-তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর। দেশে ফিরে একাধিক প্রীতিভোজের আয়োজনও করেছিলেন তারকা জুটি।

এখন কন্যাসন্তানকে নিয়ে বাবা-মা হিসাবে নতুন জীবন শুরু করছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ৷

Link copied!