• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

নিজেকে নিয়ে যে উপলব্ধি সেলেনার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪, ০৮:৩৬ পিএম
নিজেকে নিয়ে যে উপলব্ধি সেলেনার
সেলেনা গোমেজ। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যজনিত কিছু জটিলতা নিয়ে অনেক বছর ধরে ভুগছেন সেলেনা গোমেজ। প্রায় এক যুগ আগে তিনি ‘লুপুস’ নামের সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। যেটার কারণে দুশ্চিন্তা, হতাশা ও প্যানিক অ্যাটাকের মতো জটিলতা এসেছে তার জীবনে। এরপর স্থূলতা দেখা দেয় সেলেনার শরীরে। এ কারণে বছর কয়েক আগেও নেটিজেনদের ট্রলের শিকার হয়েছিলেন সেলেনা।

তবে এই সময়ে এসে গায়িকা-অভিনেত্রী উপলব্ধি করেছেন যে, পুরনো সেই রূপে আর ফিরে যাওয়া সম্ভব হবে না। আর এই বাস্তবতা মেনে নিয়েই জীবনে এগোতে হবে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ২০১৪ ও ২০২৩ সালের দুটি ছবি শেয়ার করেছেন তিনি।

পুরনো ছবিতে তাকে দেখা গেছে, সাদাকালো ডোরাকাটা বিকিনিতে। তখন একেবারে ছিপছিপে গড়নের ছিলেন সেলেনা। ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, ‘আজ আমি উপলব্ধি করলাম, কখনও আর এরকম হতে পারবো না।’

তাই বলে কি সেলেনা হতাশ? না, সেটা পরিষ্কার করলেন সাম্প্রতিক ছবিতে। যে ছবিটি তোলা একটি ইয়টের সিঁড়িতে, কোমর অব্দি পানিতে ডোবা। এই ছবির সঙ্গে সেলেনা লিখেছেন, ‘আমি পারফেক্ট নই। তবে যেমন আছি, নিজেকে নিয়ে গর্বিত। মাঝে মাঝে আমি ভুলে যাই যে, নিজের মতো হওয়া ভুল কিছু না।’

সাম্প্রতিক সময়ে অনেক তারকাই স্বাস্থ্যজনিত গৎবাঁধা ধারণা থেকে বেরিয়ে আসছেন। স্থূলতাকে নিন্দা নয়, স্বাভাবিক হিসেবেই বিবেচনা করছেন। সেলেনা গোমেজের বার্তাও যেন সেদিকেই স্পষ্ট ইঙ্গিত করে।

সেলেনা গোমেজের কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান ‘সিঙ্গেল সুন’। এটি গেলো বছর প্রকাশ হয়েছিল। ক’দিন আগে সেলেনা যুক্ত হয়েছেন মার্কিন গায়িকা লিন্ডা রনস্ট্যাডের বায়োপিকে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!