• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

ছবিতে দেখুন পরীমনির ছেলে পুণ্যের জন্মদিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৪:১৪ পিএম
ছবিতে দেখুন পরীমনির ছেলে পুণ্যের জন্মদিন
দ্বিতীয় জন্মদিনে একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য ওরফে পুণ্যের সঙ্গে পরীমনি। ছবি: ফেসবুক থেকে

 শাহীম মুহাম্মদ রাজ্য ওরফে পুণ্যের জন্মদিন শনিবার (১০ আগস্ট)। বিশেষ এদিনের প্রথম প্রহরে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিলেন পরীমনি। ওই সময় ক্যাপশনে এই নায়িকা লিখেছিলেন , আজকে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে… কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দ অশ্রু ঝরছে। 

আজ নানা ভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে। দোয়া করবেন।’ সেই শেয়ার করা ভিডিওতে দেখা গেছে ছেলেকে নিয়ে জন্মদিনের প্রস্তুতিতে উল্লাস করতে।

সোমবার (১২ আগস্ট) ছেলের জন্মদিনের নতুন বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীর ফেসবুকে। সেখানে ক্যাপশনে লেখা- সুন্দরবন! হ্যাপি বার্থডে বাজান আমার।
ছবিতে বাঘের মতো সেজেছে মা  ও ছেলে। কমেন্টে দেখা গেছে শুভেচ্ছার বন্যা।

ছবিতে দেখুন জন্মদিন উদযাপন-

 


 

Link copied!