• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

সালমার কণ্ঠে ‘আমি তোমার কি আর এমন লাগি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ১২:৪৮ পিএম
সালমার কণ্ঠে ‘আমি তোমার কি আর এমন লাগি’
সংগীতশিল্পী সালমা। ছবি: ফেসবুক থেকে

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতির কারণে এক মাস গান রেকর্ডিং করতে পারেননি জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমা। দেশের অবস্থা স্বাভাবিক হওয়ায় গানে ফিরেছেন এই শিল্পী। এবার তার কণ্ঠে আসছে নতুন গান ‘আমি তোমার কি আর এমন লাগি’। গানটির কথা লিখেছেন রাসেল কবির, সুর করেছেন মাসুদ টুটুল, সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।

প্রায় প্রতিদিনই রেকর্ডিংয়ে থাকেন মৌসুমী আক্তার সালমা। তবে ১৩ জুলাইয়ের পর থেকে নতুন কোনো গানে কণ্ঠ দিতে পারেননি। একের পর এক রেকর্ডিংয়ের প্রস্তাব থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ঘর থেকে বের হননি।

এবার বিরতি ভেঙেছেন তিনি। ৯ আগস্ট ‘আমি তোমার কি আর এমন লাগি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন।

সালমা বলেন, ‘ একমাস পরে গানে ফিরলাম।সম্প্রতি গানটি রেকর্ডিং হয়েছে। সুন্দর একটি গান। খুব শিগগির গানটি চিত্রধারন করা হবে। কাশফুল মিউজিকের ইউটিউব চ্যানেল গানটি প্রকাশ করবে। হাতে নতুন আরো কিছু গান আছে। এই সপ্তাহে আরো কয়েকটি গানে কণ্ঠ দেব।’

Link copied!