• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১,

বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ১২:১৪ পিএম
বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

একের পর প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড ভাইজানখ্যাত সালমান খান। এবার নিজের সুরক্ষায় একটি বুলেটপ্রফু গাড়ি কিনেছেন। এখন নিশান প্যাট্রল এসইউভিতে করেই যাতায়াত করেন এ অভিনেতা। এবার তিনি কিনেছেন ভারতীয় বাজারে এখনো বিক্রি শুরু হয়নি এমন বিলাসবহুল এবং মাল্টি-স্পেশ্যালিটি বুলেটপ্রুফ কার।

বিদেশ থেকে এই গাড়ি আমদানি করেছেন সালমান খান। এই গাড়ির দাম পড়েছে ৪৫ দশমিক ৮৯ লাখ রুপি।

জানা গেছে, এই গাড়িতে বি৬ এবং বি৭ লেভেলের সুরক্ষা রয়েছে। গাড়ির ৪১ এমএম মোটা কাচ ভেদ করা অসম্ভব হাই-পাওয়ার্ড রাইফেলের পক্ষেও। এর আগেও সালমান বুলেটপ্রুফ গাড়িতেই ঘোরাফেরা করতেন। এবার টয়োটা ল্যান্ড ক্রুজারের পরিবর্তে প্রাণে বাঁচতে তার নতুন আশ্রয় এই বুলেটপ্রুফ এসইউভি।

এই গাড়িতেই ইদানীং বিভিন্ন ইভেন্টে যাতায়াত করছেন সালমান। তার আগামীতে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘কিসি কা ভাই, কিসি কি জান’ এর প্রচারণায়ও সালমানের সঙ্গী এই বিশেষ বুলেটপ্রুফ এসইউভি।

Link copied!