• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

পুত্রসন্তানের বাবা হলেন রিয়াজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০১:১৬ পিএম
পুত্রসন্তানের বাবা হলেন রিয়াজ

এবার পুত্রসন্তানের বাবা হলেন চিত্রনায়ক রিয়াজ। গত সপ্তাহে তার স্ত্রী তিনার কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান।

শনিবার (২৬ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ফ্যান পেজে পুত্রসন্তান জন্মের খবর শেয়ার করেছেন রিয়াজ।

তিনি লেখেন, “আল্লাহ পাকের রহমতে আমাদের পরিবারের নতুন সদস্য আরিজ সিদ্দিকী। আপনাদের দোয়া কামনায়।”

পরে গণমাধ্যমকে তিনি জানান, গত সপ্তাহে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার ছেলেসন্তানের জন্ম হয়। মা ও সন্তান দুজনেই এখন ভালো আছে। সুস্থ আছে।

২০০৭ সালের ২২ নভেম্বর মডেল তিনার সঙ্গে বাগদান সারেন রিয়াজ। ওই বছরের ১৮ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ২০১৫ সালের ৩০ মে তাদের ঘর আলো করে আসে মেয়ে আমীরা সিদ্দিকী।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!