• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

হঠাৎ দুটি ফ্ল্যাট বিক্রি করলেন রণবীর সিং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০২:০১ পিএম
হঠাৎ দুটি ফ্ল্যাট বিক্রি করলেন রণবীর সিং
বলিউড অভিনেতা রণবীর সিং। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিং হঠাৎ করেই নিজেই দুটি আবাসিক ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। প্রায় সাড়ে ১৫ কোটি রুপি মূল্যে বিক্রি করেছেন এ দুটি ফ্ল্যাট। ফ্ল্যাট দুটি মুম্বাইয়ের গুরগাঁওর এক্সপ্রেস হাইওয়ের কাছে অবস্থিত।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় অবস্থিত এই ফ্ল্যাট দুটি ১৫.২৫ কোটি রুপিতে বিক্রি করেছেন রণবীর। ২০১৪ সালের ডিসেম্বরে ফ্ল্যাট দুটি ৪.৬৪ রুপিতে কিনেছিলেন তিনি। দুটি ফ্ল্যাটই মুম্বাইয়ের গোরেগাঁও পূর্ব এলাকার ওবেরয় রিয়েলটির প্রকল্প ওবেরয় এক্সকুইজিটে রয়েছে। এই আবাসনটি ওবেরয় মলের কাছে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে অবস্থিত। ১৩২৪ বর্গফুটের ফ্ল্যাট। মোট ছয়টি পার্কিং স্পট রয়েছে। নথি অনুযায়ী, প্রতিটি ফ্ল্যাটের স্ট্যাম্প শুল্ক ছিল ৪৫.৭৫ লাখ রুপি।

তবে কি কারণে নিজের ফ্ল্যাট বিক্রি করেছেন এই তারকা অভিনেতা তা এখনো জানা যায়নি। \

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ সিনেমার শুটিং সেট থেকে শুরু রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম। সবশেষ নানা জল্পনা-কল্পনার অবসনা ঘটিয়ে ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন বলিউডের আলোচিত এই জুটি। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!