তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় প্রশংসার সঙ্গে কাজ করছেন তিনি। অভিনয় ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও পূজার সরব উপস্থিতি দর্শকের নজর কাড়ে।
নিজের ফ্যাশন ও নিত্যনতুন পোকাশের ছবি ফেসবুকে হরহামেশায় প্রকাশ করেন এ অভিনেত্রী। সম্প্রতি নিজের ছবি প্রকাশ করে অবারও আলোচনায় এসেছেন পূজা। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নিজের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। সেখানে রাঙা বউয়ের সাজে অপরূপ লাগছে পূজাকে। ছবিতে দেখা গেছে মেহেদি রাঙা হাতে লাল শাড়িতে ঘোমটা দিয়ে বউ সেজে আছেন পূজা।
অভিনেত্রী ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “সকালের শুধু একটি ছোট ইতিবাচক চিন্তা আপনার পুরো দিন বদলে দিতে পারে।”

এদিকে পূজার বউ সাজা ছবিতে নেটিজনদের নানান মন্তব্য জায়গা করে নিয়েছে। ভক্তরা বিভিন্ন ধরনের মজার মজার মন্তব্য করছেন। এই ছবি দেখে সজিব নামের একজন লিখেছেন, ‘পাশে শাকিব খান মিস হয়ে গেছে, ক্যামেরাটা তার দিকেও একটু ঘুরিয়ে ধরা উচিত ছিল আপু’।

এদিকে সম্প্রতি পূজা চেরির সঙ্গে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় উঠেছিল। যদিও বিষয়টি শাকিব-পূজা দুজনেই উড়িয়ে দিয়েছেন।
পূজা চেরি শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূরজাহান চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন।

পূজা শিশুশিল্পী হিসেবে ‘ভালোবাসার রঙ’, ‘তবুও ভালোবাসি’ ও ‘অগ্নি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট সিনেমার ছায়া অবলম্বনে নির্মিত নূরজাহান চলচ্চিত্র দিয়ে পূজার অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয়। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত আদৃত। তার দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামন নবাগত পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। পূজা তার নান্দনিক অভিনয় দিয়ে এরই মধ্যে সবার মন জয় করে নিয়েছেন।