• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ছবিতে শাকিব-সোনালের রোমান্স


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩, ০৮:৩৬ এএম
ছবিতে শাকিব-সোনালের রোমান্স
শাকিব-সোনালের রোমান্স। ছবি: সংগৃহীত

ভারতের বেনারসে টানা শুটিং চলছে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার। এই সিনেমা দিয়ে দেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমায় নাম লিখিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে রয়েছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। অসুস্থতার মধ্যেও টানা শুটিং চালিয়ে ইতোমধ্যে সিনেমার বেশির ভাগ কাজ শেষ বলে জানান পরিচালক অনন্য মামুন।

এদিকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সিনেমার পরিচালক অনন্য মামুন কয়েকটি স্থিরচিত্র একটি সংবাদমাধ্যমে দিয়েছেন। সেই ছবিগুলোতে ফুটে উঠেছে, শাকিব-সোনালের রোমান্স।

 ছবি: সংগৃহীত

ছবিগুলোতে দেখা যায়, ঢিলেঢালা কালো প্যান্ট ও শার্ট পরা শাকিব খান, আর সোনাল পরে আছেন ফুলের আলপনায় গোলাপি রঙের শাড়ি।

পরিচালক মামুন জানিয়েছেন, চলতি মাসেই ভারতের অংশের ছবির ৯০ শতাংশ শুটিং শেষ হবে। তিন শতাধিক ক্রু নিয়ে দৈনিক শুট চলছে।

 ছবি: সংগৃহীত

এর আগে শাকিব খান জানিয়েছেন, এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে গল্প। এই সিনেমার গল্পে অনেক জোর আছে, যা দর্শকদের মুগ্ধ করবে।

 ছবি: সংগৃহীত

২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘দরদ’ বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক এই ছয় ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে। ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

Link copied!