• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

স্বামীর জন্মদিনে যা ফাঁস করলেন পরিণীতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০১:৪৫ পিএম
স্বামীর জন্মদিনে যা ফাঁস করলেন পরিণীতি
রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত

রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ের বয়স মাত্র দেড় মাসে। যদিও তার আগে প্রায় বছর দুয়েকে একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন তারা। কিন্তু প্রকাশ্যে সে কথা জানান দেননি তারা। বিয়ের পরেই তাদের প্রেম পর্বের সেসব ছবি ফাঁস করেছেন পরিণীতি।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর উদ্দেশে শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন পরিণীতি চোপড়া। পোস্টের প্রথমেই, রাঘবকে ‘রাঘাই’ বলে সম্বোধন করে মিসেস চাড্ডা লিখেন , “তুমি আমার জীবনে ঈশ্বর প্রদত্ত সেরা উপহার।”

রাঘবের প্রশংসা করে পরিণীতি আরও লেখেন, “তোমার মন আর বুদ্ধিমত্তা আমাকে অবাক করে। তোমার মূল্যবোধ, সততা আর বিশ্বাস আমাকে আরও ভালো মানুষে পরিণত করেছে। পরিবারের প্রতি তোমার দায়িত্ব, কর্তব্যবোধ দেখে নিজেকে নিত্যদিন আশীর্বাদ ধন্য মনে করি। এই বিশৃঙ্খল পৃথিবীতে তুমি সত্যিকারের ভালো মানুষ। তোমার প্রশান্তিই আমার ওষুধ।”

বর্তমানে দিল্লি-মুম্বাই যাতায়াত লেগে রয়েছে অভিনেত্রীর। এক দিকে, শ্বশুরবাড়ি দিল্লিতে। অন্য দিকে কাজ মুম্বাইতে। বিয়ের প্রথম বছর বলে কথা। সে কারণে অবশ্য মায়ানগরীর বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন না পরিণীতি।

Link copied!