• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

পঙ্কজ অবিস্মরণীয় কণ্ঠের অধিকারী একজন শিল্পী : রুনা লায়লা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৩:৫৬ পিএম
পঙ্কজ অবিস্মরণীয় কণ্ঠের অধিকারী একজন শিল্পী : রুনা লায়লা
রুনা লায়লা- পঙ্কজ উদাস। ছবি : সংগৃহীত

উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস সোমবার (২৬ ফেব্রুয়ারি ) মারা গেছেন। ৭২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা।

তিনি বললেন, অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গায়ক পঙ্কজ উদাস। অবিস্মরণীয় কণ্ঠের অধিকারী একজন শিল্পী। এত ট্যালেন্টেড গজলশিল্পী চলে গেলেন, আমাদের বড় ক্ষতি হয়ে গেল। খবরটি শুনে বিশ্বাসই করতে পারছিলাম না।

তাঁর আবেগপূর্ণ গায়কি শোনামাত্রই শ্রোতার অন্তর জুড়িয়ে যেত। এ গুণীর গাওয়া ‘কত স্বপ্ন দেখিছি’, ‘তোমার চোখেতে ধরা পড়ে গেছে’সহ অসংখ্য বাংলা গান এখনও শ্রোতাদের মুখে ফেরে। তিনি যে কাজগুলো রেখে গেছেন, তা সারাজীবন থাকবে।’

স্মৃতিচারণ করে রুনা লায়লা বলেন, ‘মিউজিক ইন্ডাস্ট্রিতে এ রকম নক্ষত্র খুবই কম। একবার ঢাকায় এসেছিলেন গুণী এই শিল্পী। ইন্ডিয়ান হাইকমিশনারের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল তাঁর ঢাকা আসার উপলক্ষ। আমাকে ফোন করা হলো। ফোনের অপর প্রান্ত থেকে বলা হলো, পঙ্কজ উদাস আমার সঙ্গে দেখা করতে চান। এমন আমন্ত্রণ পেয়ে ছুটে গেলাম সেখানে। অনেক কথা হয়েছে। নানা সুরের গান শুনলাম। আনন্দ আড্ডায় কেটেছিল কিছু সময়। বললেন আমার গানের দারুণ ভক্ত তিনি। পঙ্কজ উদাসের সঙ্গে আমার যে খুব সখ্য ছিল তা কিন্তু নয়। নানা অনুষ্ঠানে দেখা হয়েছে। কিন্তু বেশি কথাবার্তা হয়নি। তার সঙ্গে যতটুকু মিশেছি তাতে বুঝেছি, অসাধারণ একজন মানুষ তিনি।’

কিংবদন্তি এই শিল্পীর কথায়, ‘পঙ্কজ উদাস ছিলেন অমায়িক, নিরহংকার। হাসতে হাসতে কথা বলতেন। কোনো দিন তাকে গোমড়া মুখে দেখিনি। সেই দিনের কথা এখনও মনে পড়ে।

পঙ্কজ উদাস এমন একটি নাম সংগীতজগতে, যে নামের সঙ্গে একটি অধ্যায় জড়িত। গজলকে একটা ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়ে গেছেন। তার মৃত্যুর সঙ্গে সেই অধ্যায়ের সমাপ্তি হলো। আমাদের গানের গুণীরা একের পর এক চলে যাচ্ছেন। পঙ্কজ উদাসও চলে গেলেন। সৃষ্টিকর্তা তাকে পরপারে শান্তিতে রাখুক– এ দোয়াই চাইছি।’
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!