• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ওমরায় গেলেন চিত্রনায়িকা রোজিনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৪:২৯ পিএম
ওমরায় গেলেন চিত্রনায়িকা রোজিনা
ওমরায় গেলেন চিত্রনায়িকা রোজিনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় একজন অভিনেত্রী রোজিনা। চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ এ আজীবন সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী। এবার দর্শক-ভক্তদের আরও একটা সুখবর দিলেন তিনি। পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদিআরব গেছেন রোজিনা। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। 

শনিবার (১৮ নভেম্বর) রাত ৯ টা ৩০ মিনিটে দেশের সংবাদমাধ্যমকে রোজিনা জানান, পবিত্র ওমরাহ পালনের জন্যই প্রথমে মদিনা শরীফে এসেছি, এরপরে মক্কায় যাব। পবিত্র  মদিনা শরীফের পবিত্র মাটিতে শুয়ে আছেন আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ)।  তাঁর রওজা মোবারক জিয়ারত করব। আল্লাহ যেনো আমাকে  নিয়মনীতি মেনে ওমরাহ পালনের তৌফিক দান করেন এই দোয়াই সবসময় করছি।

এর আগে গত ১৪ নভেম্বর সন্ধ্যায় দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আজীবন সম্মাননার পুরষ্কার গ্রহণ করেন রওশন আরা রেণু।

১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রোজিনা। এফ কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন।  

অভিনয়ের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন রোজিনা। তার অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হাসু আমার হাসু’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’, ‘কসাই’, ‘জীবনধারা’।

এছাড়াও নিজের পরিচালনায় ‘ফিরে দেখা’ নামের চলচ্চিত্র নির্মাণ করেছেন। সরকারি অনুদানের এ সিনেমায় রোজিনা ছাড়াও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, নিরব ও অর্চিতা স্পশিয়াসহ আরও অনেকে। সিনেমাটি গত ১৬ জুন মুক্তি পেয়েছে।  

Link copied!