• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আদালতে জ্যাকুলিনের বিরুদ্ধে নোরার অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৫:০১ পিএম
আদালতে জ্যাকুলিনের বিরুদ্ধে নোরার অভিযোগ

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি মিথ্যা পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক’শ কোটি রুপি হাতিয়েছেন। তার সঙ্গে ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার চার্জশিটে নাম উঠেছে জ্যাকুলিনেরও। অবৈধ টাকায় জ্যাকুলিন ও তার পরিবারকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। এই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহির নামও জড়িয়েছিল।

সেই মামলায় রেহাই পেয়েছে নোরা তবে আটকে আছেন জ্যাকুলিন। ২০২২ সালের ডিসেম্বর মাসে জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানির মামলা করেন নোরা ফাতেহি। গত সপ্তাহে জ্যাকুলিন ফার্নান্দেজের নামে করা মানহানির মামলায় নিজের বয়ান রেকর্ড করেন নোরা ফাতেহি। তিনি দাবি করেছেন, জ্যাকুলিন তার নামে মিথ্যা কথা ছড়িয়ে জনসাধারণের চোখে তার খ্যাতি কলঙ্কিত করার চেষ্টা করছে। তবে এবার নোরার অভিযোগের বিষয়ে হস্তক্ষেপ করলের জ্যাকুলিনের আইনজীবীরা। নোরার এই বক্তব্যের ভিত্তিতে সরব হলেন জ্যাকুলিনের আইনজীবীরা।

আইনজীবী প্রশান্ত পাতিল বলেন, ‘আমার ক্লায়েন্ট নোরার বিরুদ্ধে জনসমক্ষে কোনো বিবৃতি দেননি। তাই আমরা এ ধরনের কোনো খবর নিশ্চিত করতে পারছি না। শুধু এটা বলতে পারি যে জ্যাকুলিন কখনো ইলেকট্রনিক, প্রিন্ট বা সোশ্যাল মিডিয়ার কারও বিরুদ্ধে কোনো বিবৃতি দেননি। তিনি মামলার বিষয়ে সর্বদা একটি মর্যাদাপূর্ণ নীরবতা বজায় রেখে চলেছেন। কারণ বিষয়টি আদালতে বিচারাধীন। তবে তার মানে এই নয় যে কেউ চাইলেই তাকে যেকোনো অযৌক্তিক আইনি প্রক্রিয়ার মধ্যে টেনে নিয়ে যেতে পারে, যেখানে তিনি নির্দোষ।’

এর আগে জ্যাকুলিনের আইনজীবী জানিয়েছেন, জ্যাকুলিনের পক্ষ থেকে নোরার কাছে অনুরোধ গিয়েছিল মানহানির মামলা আদালতে না নিয়ে মুখোমুখি বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার। তবে তাতে সাড়া দেননি নোরা। তিনি বারবার বলছেন, সুকেশ তাকে প্রেমিক হওয়ার বদলে আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তাতে রাজি হননি নোরা।

মানি লন্ডারিং ও চাঁদাবাজির মামলায় নোরা ফাতেহি গত সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজির হন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কপিল গোপ্তার সামনে তিনি তার বক্তব্য পেশ করেন। নোরা আদালতে, জ্যাকুলিন ও বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। এ সময় তিনি বলেছেন, মিডিয়া আমাকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করেছে।  

পাতিয়ালা হাউস কোর্টে হাজির হয়ে ফাতেহি বলেন, ‘এই মানহানির মামলা জ্যাকুলিন ফার্নান্দেজসহ বিভিন্ন চ্যানেল ও প্রকাশনার বিরুদ্ধে দায়ের করা হয়েছে, যারা মিথ্যা বর্ণনার মাধ্যমে জনসাধারণের চোখে আমার খ্যাতি নষ্ট করেছে। তারা আমাকে ‘‘স্বর্ণ খননকারী’’ বলে উল্লেখ করেছেন এবং অভিযোগ করা হয়েছে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে।’

সোমবার অভিনেত্রী নোরা ফাতেহির বয়ান রেকর্ডের পর তাকে আগামী সেপ্টেম্বরে আবারও ডাকা হয়েছে।

Link copied!