• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

নতুনভাবে সিদ্ধান্ত নিলেন মামুন-লায়লা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০১:০১ পিএম
নতুনভাবে সিদ্ধান্ত নিলেন মামুন-লায়লা
প্রিন্স মামুন ও লায়লা

অনেক ঝড়ঝাপ্টার পর আবার তারা একেসঙ্গে। ২০২৪ সালে ভেঙে যায় আলোচিত ‘টিকটক’ জুটি প্রিন্স মামুন ও লায়লার সম্পর্ক। এ সময়ে লায়লার মামলায় জেল খেটেছেন মামুন।

এরপর দুই পক্ষকে ফেসবুকে এসে একে অপরের বিরুদ্ধে হিংসাত্বক কথা বলতে শোনা যায়।

বিচ্ছেদের এক বছর পর আবার একসঙ্গে দেখা গেল আলোচিত এ জুটিকে।

রোববার (২ মার্চ) লাইভে এসে তারা বলেন,  ‘আমাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে, আমরা সব ঠিক করে ফেলেছি।’

সাহরিতে লাইভে এসে প্রিন্স মামুন আর লায়লা জানান, তাদের ঝগড়া এতটাই বাজে পর্যায়ে চলে গিয়েছিল যে আইনি সহায়তা নিতে হয়েছিল। কিন্তু তারা এখন সব মামালা মোকদ্দমার ঝামেলা শেষ করে আবার দুজন একসাথে থাকতে চান।’
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!