• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মা হচ্ছেন অভিনেত্রী ঈশানা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ১১:৪২ এএম
মা হচ্ছেন অভিনেত্রী ঈশানা
অভিনেত্রী ঈশানা খান । ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ঈশানা খান মা হতে চলেছেন। বুধবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

এক ফেসবুক পোস্টে নিজের কিছু ছবি শেয়ার করে ঈশানা লেখেন, যারা তোমার ভালো নস্ট করে, তাদের খারাপ হতে দিও না। তুমি যেমন, তুমি তেমনই থাকো।

স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এই মডেল-অভিনেত্রী। সেখান থেকেই ভক্তদের সুখবর দিলেন এই অভিনেত্রী। ঈশানা জানালেন, মা হতে যাচ্ছেন তিনি। বর্তমানে জীবনের গুরুত্বপূর্ণ সময় পার করছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ঈশানার পরিবারে আসবে নতুন অতিথি।

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ইশানা। এরপর নিয়মিত তাকে দেখা গেছে টিভি পর্দায়। একের এক জনপ্রিয় সব নাটকে হাজির হয়েছেন। র‌্যাম্প মডেল হিসেবেও বেশ ভালো করেছেন। তবে বিয়ের পর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে গিয়েছেন এই অভিনেত্রী। 

Link copied!