• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শাশুড়ি হলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০৬:৩১ পিএম
শাশুড়ি হলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

মেয়ের বিয়ে দিলেন ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। ধামরাইয়ের ছেলে সাজিদ রহমান প্রিন্সের সঙ্গে সাড়ম্বড়ে বড় মেয়ে নূসরাত জাহান কথার বিয়ে দিলেন। ৭ অক্টোবর রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় কথা ও প্রিন্সের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন গায়ক আসিফ। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, বড় মেয়ের বিয়ে দিয়ে শাশুড়ি হয়ে গেল প্রিয় ডলি সায়ন্তনী। আমার কাতারে স্বাগতম বন্ধু। নুসরাত জাহান কথা ও সাজিদ রহমান প্রিন্স- তোমরা দাম্পত্য জীবনে অনেক সুখী হও। আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম।

জানা যায়, শুক্রবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। এদিন দুই পরিবারের সদস্যরা ছাড়াও বিয়েতে নিকটজনেরা আমন্ত্রিত ছিলেন। উপস্থিত ছিলেন আসিফ আকবর, কবির বকুল, দিনাত জাহান মুন্নী, আলম আরা মিনুসহ অনেকেই।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, পাত্র সাজিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর ডলির মেয়েও পড়াশোনা করেছেন মালয়েশিয়াতে। সাজিদ-কথা দুজনেই দেশটির সুবাং জায়াতে অবস্থিত সেগী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।

Link copied!