• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দুর্ঘটনায় মারা গেছেন ‘মিস ভেনিজুয়েলা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৩, ০৫:০৫ পিএম
দুর্ঘটনায়  মারা গেছেন ‘মিস ভেনিজুয়েলা’
আরিয়ানা ভিয়েরা, ছবি: সংগৃহীত

ভয়ানক গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকার কয়েক সপ্তাহের মধ্যে মারা গেলেন ভেনিজুয়েলার সুন্দরী ‘মিস ভেনিজুয়েলা’ আরিয়ানা ভিয়েরা। মাত্র ২৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই সুন্দরী।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, গত ১৩ জুলাই অরল্যান্ডোতে একটি ট্রাকের সঙ্গে মিস ভিয়েরার গাড়ির মারাত্মক সংঘর্ষ হয়। তখনই লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার ১০ দিন পর মিস ভেনিজুয়েলার মা ভিভিয়ান ওচোয়া সংবাদমাধ্যমকে জানান, গাড়ি চালানোর সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন আরিয়ানা। এরপর একটি লেকের ধারে তার গাড়ির সঙ্গে লরির মারাত্মক সংঘর্ষ ঘটে। স্থানীয় বাসিন্দারা আরিয়ানাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করালেও আর সুস্থ হয়ে ফেরা হলো না তার।

এদিকে মিসেস ভিয়েরার মৃত্যু সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ গত মে মাসে  ইনস্টাগ্রামে নিজের শেষকৃত্য সম্পর্কে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি।

 

Link copied!