• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ভালোবাসার গল্পে ‘মেঘের কপাট’ আসছে ৩ নভেম্বর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০৮:০২ পিএম
ভালোবাসার গল্পে ‘মেঘের কপাট’ আসছে ৩ নভেম্বর
‘মেঘের কপাট’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

তারুণ্যের ভাবনা আর ভালোবাসার গল্প বলতে আসছে ওয়ালিদ আহমেদ পরিচালিত সিনেমা ‘মেঘের কপাট’। সেন্সর ছাড়পত্রের পরে আগামী ৩ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘মেঘের কপাট’ মুক্তির তারিখ প্রকাশ করা হয়। এতে সিনেমার শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। ‘মেঘের কপাট’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রাকিব হোসেইন ইভন ছাড়াও  সিন্ডি রোলিং, তন্বী প্রমুখ অভিনয় করেছেন। সিনেমাটির সবগুলো গান লিখেছেন ওয়ালিদ আহমেদ এবং সুর-সংগীত পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী।

আফরোজা মোমেনের গল্পে, ওয়ালিদ আহমেদের পরিচালনায় ‘মেঘের কপাট’ এর কাজ শেষ হয়েছে।  সিনেমাটি প্রসঙ্গে আফরোজা মোমেন বলেন, “নিখাদ ভালোবাসার কাহিনি মেঘের কপাট। এতে আমি তারুণ্যের ভাবনার জায়গাটা তুলে ধরতে চেয়েছি। আমার বিশ্বাস, এই চলচ্চিত্র দেখার পর দর্শক ভালোবাসার অনেক অর্থ খুঁজে পাবেন।”

পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন,  “চলচ্চিত্রের প্রত্যেক অভিনয়শিল্পী চেষ্টা করেছেন তাদের সেরা কাজটা উপহার দিতে। মনোরম লোকেশনে শুটের সঙ্গে গল্পের জন্য মানানসই আবহ দেওয়ার চেষ্টা করেছি স্ক্রিনে। আশা করি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।”

Link copied!