• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
‘কারার ঐ লৌহ কবাট’ বিতর্কে ‘পিপ্পা’ টিমের চিঠি

ক্ষমা প্রার্থনা প্রত্যাখ্যান করলেন কাজী নজরুলের নাতি-নাতনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০১:০৩ পিএম
ক্ষমা প্রার্থনা প্রত্যাখ্যান করলেন কাজী নজরুলের নাতি-নাতনি
কবি কাজী নজরুল ইসলাম এবং এআর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা পিপ্পা’য় নজরুলসংগীতের সুর বিকৃতি নিয়ে কয়েকদিন ধরেই দুই বাংলায় চলছে বিতর্ক-সমালোচনা। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কবাট’ গানটির সুর বিকৃত করে ব্যবহার করা হয়েছে সিনেমাটিতে। আর এ কাজটি করেছেন ভারতের অস্কার জয়ী সুরকার এ আর রহমান। এমন কাণ্ডে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে বাংলাদেশ ও কলকাতায়। এ পরিস্থিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে ক্ষমা চেয়েছেন ‘পিপ্পা’ সিনেমার নির্মাতা। সেটি অবশ্য প্রত্যাখ্যান করেছেন নজরুলের নাতনি অনিন্দিতা কাজী ও নাতি অনির্বাণ কাজী।

সোমবার (১৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে ক্ষমা চেয়েছেন ‘পিপ্পা’ সিনেমার নির্মাতা রাজা কৃষ্ণা মেনন। সেটি প্রত্যাখ্যান করে এক ফেসবুক পোস্টে  কাজী নজরুল ইসলামের নাতী অনিন্দিতা কাজী লিখেছেন, ‘‘এ ধরনের ক্ষমা প্রার্থনা ও চিঠি গ্রহণযোগ্য নয়। মিডিয়ার এক বন্ধুর কাছ থেকে এটি পেয়েছি। কিন্তু এর সত্যতা কী? এ চিঠিতে ‘লেটার হেড’ নেই, কারও কোনো স্বাক্ষর নেই। আমি মনে করি, এই চিঠি বিশ্বাস করার আগে সেই প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি এটি শেয়ার করছি। তাদের কি ‘লেটার হেড’ নেই? এটি আশ্চর্যজনক বিষয়! এই চিঠি মূল্যহীন।’’

এর আগে  টুইটারে ‘পিপ্পা’ সিনেমার নির্মাতারা লেখেন, ‘‘এই গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক ও সংগীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরই শিল্পের খাতিরে গানটি তৈরি করেছি। প্রয়াত কাজী নজরুল ইসলাম ও তার সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে।’’

ক্ষমা প্রার্থনা করে নির্মাতারা আরও বলেন, ‘‘আমরা মূল গানটিকে ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যেহেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারো আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’’

Link copied!