• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০, ২৬ রমজান ১৪৪৬

নতুন প্রেমিকার ছবি প্রকাশ করলেন কবির সুমন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১২:১৪ পিএম
নতুন প্রেমিকার ছবি প্রকাশ করলেন কবির সুমন
ছবি : সংগৃহীত

প্রজন্মের পর প্রজন্মকে ভালোবাসতে শিখিয়েছে যে গান, তার স্রষ্টা কবীর সুমন। বরাবরই স্পষ্টবাদী কবিয়াল প্রেমে পড়েছেন একাধিকবার। লুকোননি কখনো। এবার ৭৫ বছরে ফের প্রেমে পড়লেন কবীর সুমন।

ভালোবাসা দিবসে নতুন প্রেয়সীর সঙ্গে আলাপ করালেন তিনি। কবীর সুমনের নতুন প্রেমিকার নাম সৌমি বসুমল্লিক। পেশায় স্কুলশিক্ষক। সৌমিকে অবশ্য নিজের প্রেমিকা বলে নারাজ কবির।

তবে ভালবাসা যে তা স্বীকার করেছেন নিজেই। বলেছেন, ‘অসম্ভব ভালোবাসি ওকে কিন্তু, প্রেমিকা নন। ওর নাম সৌমি বসুমল্লিক। স্কুলের শিক্ষিকা।

আমার বাড়িতে উনি একজন বিশিষ্টজন, আমার স্বজন, যিনি আমার যত্ন নেন ও দেখভাল করেন। আমাকে তো বাঁচিয়ে রেখেছে...।’

তিনি জানান, গত রাতে সৌমি ছিলেন তার বাড়ি। সকালে উঠেই মনে হয়েছে একটা ছবি তোলা দরকার। অগত্যা এই ছবি।

তরুণীর কাজল কালো চোখে। কেশরাজিতে মুখ গুঁজে কবিরের ঘ্রাণ নেওয়ার ছবি যদিও এখন ভাইরাল। আর তার চেয়েও বেশি ভাইরাল ছবির উপরের ক্যাপশনটি। যাতে লেখা, ‘আমাদের ভ্যালেন্টাইন।’ অথচ প্রেমিকা স্বীকার করতে নারাজ!
সৌমীর সঙ্গে যে ছবি সুমন দিয়েছেন, সেটাও হঠাৎ তোলা। সুমন বলেন, ‘সৌমীর স্কুলে চাকরি। সকালে উঠে ও বেরিয়ে যাচ্ছে তখন বললাম যে, একটা ছবি তুলি। বারান্দায় গিয়ে তখনই তুললাম।’

সুমনের কথায়, ‘প্রেম দিবসের পরিকল্পনা বলতে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি। আদর করি, চুমু খাই, নিজেকে নিয়ে হাসাহাসি করি। উল্টোপাল্টা কথা হবে, গুনগুন করে গান গাইব।’’

Link copied!