দুই বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও সামাজিকমাধ্যমে দারুণ সরব এই অভিনেত্রী। সবসময় নিজের ছবি শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। জয়ার বয়স যেন একফ্রেমে বাঁধা। নিত্যনতুন ছবিতে তাই জয়া মুগ্ধ রাখে নেটিজেনদের। অভিনয় আর সৌন্দর্য, দুই মিলে দর্শকের মনে রাজ করছেন জয়া আহসান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওয়েস্টার্ন লুকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। যা দিয়ে আবারও নেটিজেনদের নজড় কাড়ছেন তিনি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড পেজে অনেকগুলো ছবি পোস্ট করেন জয়া আহসান। প্রকাশের সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। এর আগেও একেক ধরনের ছবিতে ভিন্ন ভিন্ন পোজে অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন এই সুন্দরী।
এসব ছবিতে দেখা যায়, জয়ার পরনে নানা রঙের সমুদ্রকণ্যার পোশাক। মাথায় চুল খোপা করা। একেকটি ছবিতে জয়ার একেক অভিব্যক্তি মুগ্ধ করেছে নেটিজেনদের। ভক্তরা মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
এ বছর দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘দশম অবতার’। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এরই মধ্যে অন্তর্জালে প্রকাশ করা হয়েছে ফাস্ট লুক ও ট্রেলার। এতে জয়াকে দেখা গেছে রহস্যময় এক চরিত্রে। এ ছাড়া নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই ট্রেলারে থাকা জয়ার চুমুর দৃশ্য।
জয়া আহসান ছাড়া সিনেমায় আরও প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তও রয়েছেন। পাশাপাশি সিনেমার সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।