• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নিজ বাড়িতে খুন হলেন ইরানি পরিচালক দারিয়ুশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০৩:১০ পিএম
নিজ বাড়িতে খুন হলেন ইরানি পরিচালক দারিয়ুশ
নির্মাতা দারিয়ুশ মেহরজুই ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে সস্ত্রীক খুন হয়েছেন ইরানের চলচ্চিত্র নির্মাতা দারিয়ুশ মেহরজুই। তেহরান থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে নির্মাতার নিজেই বাড়িতেই এ ঘটনা ঘটে। ইরানের সরকারি বার্তা সংস্থা মৃত্যুর খবরটি নিশ্চিত করছে।

এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক দারিয়ুশ মেহরজুই এবং তার স্ত্রীকে এক অজ্ঞাত হামলাকারী তাদের নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করেছে।  

এছাড়াও সংবাদমাধ্যমটি ইরানি সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ইরান সরকারের বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলি জানিয়েছেন নির্মাতা দারিয়ুশ এবং তার স্ত্রী ওয়াহিদেহার গলায় ছুরির আঘাতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

বার্তা সংস্থাকে ফাজেলি আরও বলেন, পরিচালকের মেয়ে মোনা মেহেরজুই শনিবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর তেহরানে তার বাবার সঙ্গে দেখা করতে গেলে মৃতদেহগুলো দেখতে পান।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কি কারণে পরিচালক ও তার স্ত্রীকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। যদিও বেশ কিছুদিন ধরে দারিয়ুশের স্ত্রী সামাজিকমাধ্যমে পাওয়া হুমকির বিষয়ে অভিযোগ করেছিলেন।

ইরানের সত্তরের দশকের অন্যতম উল্লেখযোগ্য পরিচালক দারিয়ুশ। ইরানের সিনেমাতে বাস্তববাদের অবতারণা করেছিলেন যারা, তাদের মধ্যে দারিয়ুশ অন্যতম। তার জন্য বার বার ঝামেলাতেও পড়তে হয়েছে তাকে। আশির দশকে ইরানে বিপ্লবে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন দারিয়ুশ। ‘লেইলা’, ‘দ্য কাউ’, ‘সনতুরি’-র মতো বিখ্যাত কিছু সিনেমা উপহার দিয়েছেন নির্মাতা দারিয়ুশ মেহরজুই। 

Link copied!